প্রকাশিত: Wed, May 8, 2024 12:43 PM
আপডেট: Fri, Jul 11, 2025 12:52 PM

[১]রিজার্ভ ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমানো হবে, আপত্তি করেনি আইএমএফ

সালেহ্ বিপ্লব: [২] আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রাপ্তির ক্ষেত্রে অন্যতম শর্ত ছিলো রিজার্ভ ও রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা  অর্জন। কিন্তু এক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। তবে এটি মেনে নিয়েছে আইএমএফ, তাই আগামী জুনে ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে বলে সরকার আশাবাদী। মঙ্গলবার অর্থ বিভাগ সূত্রে জানা গেছে এ খবর। 

[৩] ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যৌথসভা করেছে। বৈঠকে আইএমএফকে আগামী জুন নাগাদ নিট ইন্টারন্যাশনাল রিজার্ভের (এনআইআর) লক্ষ্যমাত্রা ১৮ বিলিয়ন ডলারের নিচে আনার প্রস্তাব দেয়া হয়েছে। কারণ হিসেবে বাংলাদেশ বলেছে, গত বছরের ডিসেম্বর থেকে দেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী জুনে নির্ধারিত রিজার্ভ লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে।

[৪] জানা গেছে, আইএমএফ প্রতিনিধি দল এই বাস্তবতা মেনে নিয়েছে। তারা রিজার্ভের লক্ষ্যমাত্রা সংশোধনের প্রস্তাব মেনে নিতে পারে। কারণ ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার জন্য বাংলাদেশ একটি ছাড়া সব শর্ত পূরণ করেছে। 

[৫] অন্যদিকে, বাংলাদেশ গত বছরের ডিসেম্বরে তৃতীয় দফার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করলেও জুনের মধ্যে চতুর্থ কিস্তিতে তিন লাখ ৯৪ হাজার ৫৩০ কোটি টাকা আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা পূরণ নাও হতে পারে। জুনে লক্ষ্যমাত্রা পূরণে কর-রাজস্ব আদায়ে ২০ দশমিক ৩৯ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন। এর বিপরীতে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে কর-রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ১২ শতাংশ।

[৫.১] অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে, জুন শেষে সর্বোচ্চ ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে। তারা আইএমএফ-কে কর-রাজস্ব লক্ষ্যমাত্রা কিছুটা সংশোধনের অনুরোধ করেছেন, তবে তারা রাজি হবেন কি নাÑ তা স্পষ্ট নয়। 

[৬] প্রতিনিধি দলটি ঋণের সকল শর্ত পূরণ সন্তোষজনক বলে মনে করলে আগামী জুনে ঋণের তৃতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ১০ লাখ ডলার ছাড় করবে আইএমএফ।

[৬.১] একইসঙ্গে ঋণের চতুর্থ কিস্তি পাওয়ার জন্য আগামী অক্টোবর ও ডিসেম্বর নাগাদ নিট রিজার্ভের টার্গেটও নতুন করে নির্ধারণ করে দেবে আইএমএফ।